দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ইন্সপায়ার’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জং-বক পার্ক (Jong-Bok Park) এবং পরিচালক হিউ-জু, আন (Hyun-Ju, An) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা নারায়ণগঞ্জ নগরীতে হাই-টেক পার্ক, স্মার্ট সিটি, এলইডি স্ট্রিট লাইড, লাইট র্যাপিড ট্রানজিট, বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে নগরীর বাবুরাইল খাল, শেখ রাসেল নগর পার্ক ও আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন পরিদর্শন করেন।