Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ অক্টোবর ২০১৯

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বাস্তবায়িত/বাস্তবায়নাধীন সাব-প্রজেক্ট শীতলক্ষ্যা হতে ধলেশ্বরী সংযোগ খাল পুনঃখনন, সৌন্দর্যবর্ধন, আলোকিতকরণ ও ড্রেনসহ ওয়াকওয়ে নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন বিশ্ব ব্যাংক মিশনের Task Team Leader Mr. Kwabena Amankwah. (২৪ অক্টোবর ২০১৯)


প্রকাশন তারিখ : 2019-10-24

 

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বাস্তবায়িত/বাস্তবায়নাধীন সাব-প্রজেক্ট শীতলক্ষ্যা হতে ধলেশ্বরী সংযোগ খাল পুনঃখনন, সৌন্দর্যবর্ধন, আলোকিতকরণ ও ড্রেনসহ ওয়াকওয়ে নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন বিশ্ব ব্যাংক মিশনের Task Team Leader Mr. Kwabena Amankwah. এসময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র- জনাব আফসানা আফরোজ বিভা, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সিটি কর্পোরেশন, এলজিইডি এমজিএসপি প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।