নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে জল-সবুজ দৃষ্টিনন্দন শেখ রাসেল পার্ক পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
প্রকাশন তারিখ
: 2022-12-29
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে জল-সবুজ দৃষ্টিনন্দন শেখ রাসেল পার্ক পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
নাসিক মেয়রের সঙ্গে সম্পূর্ণ শেখ রাসেল পার্ক ঘুরে দেখেন রাসিক মেয়র। পরিদর্শনকালে রাসিক মেয়র শেখ রাসেল পার্কের বিভিন্ন অংশের ছবি ও ভিডিও ক্যাপচার করেন। নাসিক মেয়রের প্রশংসা করে রাসিক মেয়র বলেন, এই শেখ রাসেল পার্ক সারা বাংলাদেশের আলোচিত পার্ক হিসেবে পরিচয় দিবে। সবচেয়ে সুন্দর লেগেছে পার্কে ভিতরে ইকো আইটেম করা হয়েছে। এ
এর পূর্বে নাসিক মেয়র কর্তৃক মুঠোফোন মারফত চা-চক্রের আমন্ত্রণে নগর ভবন পরিদর্শন ও সৌজন্য সাক্ষাতে আসেন রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আলাপকালে শেখ রাসেল পার্কের ইতিহাস তুলে ধরা হয়। নাসিক মেয়র ফ্রেমে বাঁধাই করা শেখ রাসেল পার্কের ১টি ছবি সহ উপহার তুলে দেন রাসিক মেয়রের হাতে।
এ সময় এনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।