Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুন ২০২২

ঢাকা ফুড এজেন্ডা ২০৪১ এর প্রস্তুতির জন্য শহর ভিত্তিক সেমিনার আয়োজন।


প্রকাশন তারিখ : 2022-06-26

 

নেদারল্যান্ড সরকারের অর্থায়নে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর কারিগরি সহায়তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বাস্তবায়নাধীন Support for Modeling, Planning & Improving Dhaka’s Food System শীর্ষক প্রকল্পে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ঢাকা মেট্রোফুড এজেন্ডা-২০৪১ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবুল আমিন এর সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

 

সেমিনারের উদ্দেশ্যাবলী:

  • কৃতিত্বের সাথে DFS (Dhaka’s Food System) প্রকল্পের এখন পর্যন্ত অর্জন বিষয়ে অংশগ্রহণকারীদের পরিচিত করা।
  • ডিএফএস-এর কৌশল এবং আউটপুটগুলির প্রান্তিককরণের হাইলাইটগুলিকে গভর্নমেন্ট ন্যাশনাল পাথওয়ে (ইউএনএফএসএস) 2021 এবং পরিপ্রেক্ষিত পরিকল্পনা 2041 এর সাথে শেয়ার করা
  • ঢাকা ফুড এজেন্ডা 2041 এর রূপরেখা উপস্থাপন করতে ১ম রাউন্ডের দূরদর্শিতা এবং দৃশ্যকল্প পরিকল্পনা কর্মশালা থেকে প্রাথমিক ফলাফল/আউটপুট শেয়ার করা।
  • ঢাকা ফুড এজেন্ডা 2041 এর পরিপ্রেক্ষিতে নগরীর বিভিন্ন স্তরের স্টেকহোল্ডারদের জন্য একটি ফোরাম খোলা।
  • নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ফুড সিস্টেম ওয়ার্কিং গ্রুপ এবং টেকসই কৌশলের অগ্রগতি সম্পর্কে আপডেট করা।