নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর আয়োজনে এবং খেলাঘর, নারায়ণগঞ্জ জেলার সহযোগিতায় ১৭ মার্চ ২০১৯ খ্রিঃ রোজ রবিবার বিকাল ৩.৩০ মিনিটে শেখ রাসেল নগর পার্কে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উপলক্ষ্যে আয়োজিত “মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানো শীর্ষক বইপড়া, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার” পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই বিভাগে মোট ৬২ জন বিজয়ীর হাতে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।