Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জানুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সহ প্রতিনিধি দল।


প্রকাশন তারিখ : 2023-01-25

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সহ প্রতিনিধি দল।

 

আজ বিশ্ব ব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত বাবুরাইল খাল সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ব ব্যাংকের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট Martin Raiser, কান্ট্রি ডিরেক্টর Abdoulaye Seck সহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। সকাল ১০:৩০ টায় প্রতিনিধি দলের সদস্যগণ আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু কর্ণার, লাইব্রেরি, আর্ট গ্যালারি, সিনেস্কোপ পরিদর্শন করেন। এরপর শেখ রাসেল পার্ক, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, বাবুরাইল খাল (নিমতলি ও জল্লারপাড় অংশ সহ) পরিদর্শন করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মুজাক্কা জাহের ও প্রকল্প পরিচালক মোঃ মঞ্জুর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মোঃ আজগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে নগর ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নগর পরিকল্পনাবিদ নগর পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তার উপস্থাপনায় নগরীতে বাস্তবায়িত উন্নয়ন চিত্রের পাশাপাশি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, ‍নিরাপদ শিশুবান্ধব জলসবুজের নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়াও জলাধার সংরক্ষণ, পার্ক, খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদন, বিশুদ্ধ পানি সরবরাহ, পুরাকীর্তি সংরক্ষণ ইত্যাদি বিষয় তুলে ধরা হয়।

মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী তাঁর বক্তব্যে শীতলক্ষ্যা নদীকে দূষনমুক্ত রাখার  গুরুত্ব তুলে ধরার পাশাপাশি যানজট নিসরনের লক্ষ্যে গণপরিবহন ব্যবস্থায় সিটি সার্ভিস ও এলআরটি সংযোজনের বিষয় উল্লেখ করেন। তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্যে সিটি গভরমেন্ট (নগর সরকার) ব্যবস্থা বিষয়ক পাইলট প্রকল্প গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন। পরিশেষে, প্রতিনিধি দলকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান।