Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মার্চ ২০২১

প্রকৌশল বিভাগ

 

প্রকৌশল বিভাগ নারায়ণগঞ্জ নগরীর অবকাঠামো উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়ন করে থাকে। নারায়ণগঞ্জ নগরীর মধ্যে সড়ক এবং ড্রেন নির্মাণ, পার্ক, খেলার মাঠ, জলাশয় রক্ষনাবেক্ষণসহ উন্নয়ন  কাজ করে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ বিভাগের প্রদানের দায়িত্ব পালন করে থাকেন।

 

আপনার যেকোন তথ্য, সমস্যা ও পরামর্শের জন্য সরাসরি যোগাযোগ করুন।

 

জনাব মোঃ আজগর হোসেন

নির্বাহী প্রকৌশলী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

ফোনঃ +৮৮-০২-৭৬৪৫০৩২

ই-মেইলঃ exen@ncc.gov.bd

 

সিটি কর্পোরেশন এর প্রকৌশল বিভাগ কর্তৃক প্রদত্ত সেবা নিম্নে বর্ণিত হলো।

প্রদত্ত সেবা

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম,পদবী, ফোন ও ই-মেইল)

আপিল কর্মকর্তা

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

(৮)

রোড কাটিং

আবেদনের মাধ্যমে প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে।

এর হিসাব বিভাগ হতে আবেদনপত্র সংগ্রহ পূর্বক এবং গ্যাস অফিস কর্তৃক নক্সা ও ডিমান্ড নোট ও সিটি ট্যাক্স পরিশোধ সাপেক্ষে আবেদন পত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর এর সুপারিশ

*নির্ধারিত আবেদন ফরম (ফরম এর মূল্য ৫০ টাকা)

ক) কার্পেটিং রাস্তা (প্রতি ব:মি) = ৩,১৯০/ টাকা

খ) আরসিসি = ২,৬২৫/ টাকা

গ) সিসি = ১,৮২৪/ টাকা

ঘ) এইচবিবি =  ৯৯০/- টাকা

ঙ)কাঁচা রাস্তা = ৯৭/- টাকা

বিবিধ রশিদের মাধ্যমে হিসাব বিভাগে ধার্য্যকৃত ফি জমা প্রদান করা হয় ।

০৫ - ০৭ কার্যদিবস

জনাব মোঃ মফিজুর রহমান

কার্য সহকারী

ফোনঃ ০১৭১৬১৭০৩১৪

প্রধান নির্বাহী কর্মকর্তা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

ফোন: +৮৮-০২-৭৬৩৩৪২৩

ই-মেইল: ceo@ncc.gov.bd

রোড রোলার/হ্যান্ড রোলার ভাড়া প্রদান

আবেদনের মাধ্যমে প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে।  

ঠিকাদার/গ্রাহক কর্তৃক আবেদন প্রাপ্তি সাপেক্ষে

ক) ৮-১০ টনী প্রতিদিন= ৪,২০০/- টাকা।

খ) ৬-৮ টনী প্রতিদিন= ৩,৬০০/- টাকা।

গ) ৩-৪ টনী প্রতিদিন= ৩,০০০/- টাকা।

ঘ) ১-৩ টনী প্রতিদিন= ২,৫০০/- টাকা।

ঙ) ০.৯-৮ টনী হ্যান্ড রোলার প্রতিদিন= ১,৩৮০/- টাকা।

সকল ভাড়া ভ্যাট ও আয়কর সহ

(বিবিধ রশিদের মাধ্যমে হিসাব বিভাগে ধার্য্যকৃত ফি জমা প্রদান করা হয় ।) 

০৫ -০৭ কার্যদিবস

জনাব মোঃ রাশেদ মোল্লা

যান্ত্রিক প্রকৌশলী

ফোনঃ ০১৭১৭১৭৪৪৮৮

হুইল লোডার ভাড়া প্রদান

আবেদনের মাধ্যমে প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে।  

ঠিকাদার/গ্রাহক কর্তৃক আবেদন প্রাপ্তি সাপেক্ষে

হুইল লোডার প্রতিদিন= ৬,০০০/- টাকা। (ভ্যাট ও আয়কর সহ)

(বিবিধ রশিদের মাধ্যমে হিসাব বিভাগে ধার্য্যকৃত ফি জমা প্রদান করা হয় ।)

০৫ - ০৭ কার্যদিবস

 

জনাব মোঃ রাশেদ মোল্লা

যান্ত্রিক প্রকৌশলী

ফোনঃ ০১৭১৭১৭৪৪৮৮

 

পানির গাড়ী ভাড়া প্রদান 

আবেদনের মাধ্যমে প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে।  

ঠিকাদার/গ্রাহক কর্তৃক আবেদন প্রাপ্তি সাপেক্ষে

পানির গাড়ী প্রতিদিন= ৩,০০০/-টাকা। (ভ্যাট ও আয়কর সহ)

(বিবিধ রশিদের মাধ্যমে হিসাব বিভাগে ধার্য্যকৃত ফি জমা প্রদান করা হয় ।)

০৫ - ০৭ কার্যদিবস

জনাব মোঃ রাশেদ মোল্লা

যান্ত্রিক প্রকৌশলী

ফোনঃ ০১৭১৭১৭৪৪৮৮

Road Maintenance Vehicle ভাড়া প্রদান

আবেদনের মাধ্যমে প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে।

ঠিকাদার/গ্রাহক কর্তৃক আবেদন প্রাপ্তি সাপেক্ষে

Road Maintenance Vehicle প্রতিদিন= ১৮,০০০/-টাকা। (ভ্যাট ও আয়কর সহ)

(বিবিধ রশিদের মাধ্যমে হিসাব বিভাগে ধার্য্যকৃত ফি জমা প্রদান করা হয় ।)

০৫ - ০৭ কার্যদিবস

জনাব মোঃ রাশেদ মোল্লা

যান্ত্রিক প্রকৌশলী

ফোনঃ ০১৭১৭১৭৪৪৮৮

ঠিকাদারী লাইসেন্স

আবেদনের মাধ্যমে প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে।  

সিটি কর্পোরেশন এর হিসাব বিভাগ হতে আবেদনপত্র সংগ্রহ পূর্বক এবং ভ্যাট রেজিষ্টেশন, আয়কর সনদ, ব্যাংক সলভেন্সি সনদ প্রাপ্তি সাপেক্ষে

* আবেদন ফরম এর মূল্য= ৫০০/- টাকা।

ক) ১ম  শ্রেণির ঠিকাদারী লাইসেন্স ফি = ৭,০০০/-

ক) ২য়  শ্রেণির ঠিকাদারী লাইসেন্স ফি = ৬,০০০/-

ক) ৩য়  শ্রেণির ঠিকাদারী লাইসেন্স ফি = ৫,০০০/-

*বিবিধ রশিদের মাধ্যমে হিসাব বিভাগে ধার্য্যকৃত ফি জমা প্রদান করা হয় ।

৪৫

(পয়ঁতাল্লিশ) দিন।       

জনাব মোঃ মফিজুর রহমান

কার্য সহকারী

ফোনঃ ০১৭১৬১৭০৩১৪